জলের দরে ইলেকট্রিক সুপারবাইক, পুজোর আগে কিনে ফেলুন সাশ্রয়ী বাহন

Sun, 23 Jun 2019-9:12 pm,

নিজস্ব প্রতিবেদন: আগামী ২২ শে জুলাই বাজারে আসছে Revolt RV 400। ইলেকট্রিক বাইক প্রস্তুতকারক সংস্থা রিভোল্ট মোটরস্ জানায়, ২৫ জুন থেকে বুকিং করা যাবে আর ভি ৪০০। 

বুক করতে জমা দিতে হবে মাত্র ১,০০০ টাকা। বুকিং করা যাবে রিভোল্ট-এর ওয়েবসাইট বা আমাজন থেকে। ভারতে প্রথমবার অনলাইন রিটেল থেকে বাইক কিনতে পারবেন গ্রাহকরা।  

 

ইলেকট্রিক বাইক ভেবে ভ্রু কুঁচকালেন? ইলেকট্রিক বাইক রিভোল্ট আর ভি ৪০০ কিন্তু টক্কর দিচ্ছেন বাজারের সুপার বাইককে। স্পেসিফিকেশান ও দেখতে বাইকটি অসাধারণ। 

একবার সম্পূর্ণ চার্জ দিলেই এক টানা ১৫৬ কিলোমিটার দৌড়বে রিভোল্ট আর ভি ৪০০। বাইকে থাকছে বিশেষ প্রোগ্রামিং। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে বাইকের ব্যাটারি খরচের পরিমাণ। 

বাইকের সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা। সংস্থার দাবি, একটি ১২৫ সিসির সাধারণ বাইককে সহজেই টেক্কা দিতে পারবে রিভোল্ট আর ভি ৪০০। 

ইলেকট্রিক বাইক হওয়ার কারণে রিভোল্ট আর ভি ৪০০-এ থাকছে না একজস্ট। কিন্তু বাইকপ্রেমীদের কাছে সাইলেন্সারের শব্দ মধুর সংগীতের মতো। সেই দিকটি মাথায় রেখেই বাইকে কৃত্রিম শব্দ ব্যবহার করেছে সংস্থা। 

স্মার্টফোনে অ্যাপের সাহায্যে পাল্টানোও যাবে  ইঞ্জিনের একজস্ট নোট।  আপনার পছন্দ মতো বাইকের শব্দ বাড়াতে বা কমাতেও পারবেন।

সাসপেনশন হিসাবে রিভোল্ট আর ভি ৪০০-এর সামনের চাকায় থাকছে টেলিস্কোপিক ফোর্ক এবং পেছনের চাকায় থাকছে মনোশক ইউনিট। বাইকের দুই চাকাতেই থাকছে ডিস্ক ব্রেক। থাকছে সিবিএস।

বাইকের দাম রাখা হয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। বাইকের দাম ১ লাখ টাকা(অন-রোড)। 

পাওয়া যাবে আকর্ষণীয় লাল ও কালো রঙে। প্রাথমিক ভাবে দিল্লি ও পরবর্তি পর্যায়ে পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নাগপুর, আমেদাবাদ ও চেন্নাইতে পাওয়া যাবে রিভোল্ট আর ভি ৪০০। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link