সুশান্তকে নিয়মিত আধ্যাত্মিক গুরুর কাছে নিয়ে যেতেন রিয়া?
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় ফের প্রকাশ্যে আসছে একের পর এক বিস্ফোরক দাবি। মোহন যোশি নামে এবার এক আধ্যাত্মিক গুরু দাবি করলেন, রিয়া চক্রবর্তী নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেন সুশান্তের জন্য
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাতকারে মোহন যোশি নামে ওই আধ্যাত্মিক গুরু দাবি করেন, রিয়াই তাঁর সঙ্গে যোগাযোগ করতেন, কথা বলতেন। সুশান্তের সঙ্গে তাঁর কখনও বেশি দেখাও হয়নি, কথাও হয়নি।
তবে ২০২৯ সালের ২২ নভেম্বর এবং ২৩ নভেম্বর ব্যান্দ্রার ওয়াটারবোট ক্লাবে সুশান্তের মানসিক অবসাদ কাটাতে পরপর ২টি সেশনের আয়োজন করেন তিনি। পরপর দুটি সেশনের পরই নাকি সুশান্ত আগের চেয়ে অনেকটা ভাল আছেন বলে দাবি করেন মোহন যোশি নামে ওই ব্যক্তি
তবে সুশান্ত কখনও তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তাঁর সঙ্গে যাবতীয় কথা বলতেন এবং সিদ্ধান্ত নিতেন সুশান্ত সিং রাজপুত। এবার এমনই দাবি করেন মোহন যোশি নামের ওই আধ্যাত্মিক গুরু
সম্প্রতি মোহন যোশিকে মুম্বই পুলিসের তরফে সমন পাঠানো হয়। যদিও নিজের বয়সের জন্য তিনি থানায় হাজির হয়ে তাঁর বয়ান রেকর্ড করাতে পারেননি বলে দাবি করেন ওই আধ্যাত্মিক গুরু। যদিও এ বিষয়ে কোনও পালটা মন্তব্য করেননি রিয়া চক্রবর্তী