জামিন পেলেও কার্যত ঘরবন্দি রিয়া চক্রবর্তী! দেখুন আদালতের শর্ত
টানা ২৮ দিন জেলে কাটানোর পর বুধবার অবশেষে জামিন পান অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রিয়া জামিন পেলেও এখনও মুক্ত নন অভিনেত্রীর ভাই সৌভিক চক্রবর্তী।
বুধবার বম্বে হাই কোর্টের তরফে রিয়ার জামিন মঞ্জুর করা হলেও দেওয়া হয় ৫টি শর্ত। জামিনে মুক্ত থাকাকালীন রিয়াকে নিকটবর্তী থানায় হাজিরা দিতে হবে। দেশের বাইরে বের হতে পারবেন না রিয়া চক্রবর্তী। থানায় জমা রাখতে হবে তাঁর পাসপোর্ট
মুম্বইয়ের বাইরে বের হতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে রিয়ার
পাশাপাশি জামিনের জন্য আদালতের কাছে ১ লক্ষ টাকা জমা করতে হবে রিয়াকে। বন্ডের এক লক্ষ জমা করার জন্য রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে আদালতের কাছে কয়েকদিন সময় চেয়েছেন
প্রসঙ্গত, মঙ্গলবার রিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ২০ অক্টোবর করা হয়। এরপর থেকেই মুখ খুলতে শুরু করেন অনুভব সিনহা স্বরা ভাস্কররা। কংগ্রেস নেতা অধীর চৌধুরীও রিয়ার মুক্তির দাবিতে সরব হন