গাড়ির ভিতর তল্লাশি চালাতেই চমকে উঠলেন অফিসাররা! স্কুলব্যাগের ভিতর এটা কী...
মৌপিয়া নন্দী : স্কুলব্যাগে করে চলছিল বন্যপ্রাণ সামগ্রী পাচার।
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বন দফতর। তাতেই পর্দাফাঁস হয় পাচার চক্রের।
গোপন সূত্রে বন দফতর খবর পায়, ৩টি গাড়ি ভূটান থেকে শিলিগুড়ি আসছে। মালবাজারের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর গাড়িগুলিকে ধাওয়া করেন বন দফতরের কর্মীরা।
একটি গাড়ি পালিয়ে যায়। ২টি গড়িকে আটকায়। গাড়ি দুটির ভিতর তল্লাশি চালাতেই চক্ষু থ হয়ে যায় অফিসারদের।
গাড়ির ভিতর স্কুলব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় একটি হাতির দাঁত ও একটি গন্ডারের খড়্গ।
পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।
হাতির দাঁত ও গন্ডারের খড়্গ ভূটান থেকে পাচারের জন্য নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে পুলিস।