ঋষি কাপুর মেয়ে, রণবীর কাপুরের দিদি ঋদ্ধিমা কাপুরের বিয়ের এই ছবিগুলি দেখেছেন?
করিশ্মা কাপুর, করিনা কাপুরদের মত কাপুর পরিবারের ফিল্মি গ্ল্যামারের ছটায় তিনি ধরা পড়েন না। পরিবারের অন্যান্যদের মত সিনেমা জগতে কেরিয়ারও গড়েননি ঋদ্ধিমা। তবে তিনিও কাপুর পরিবারের তারকা অভিনেতা ঋষি কাপুরের মেয়ে, রণবীর কাপুরের দিদি।
ঋদ্ধিমা কাপুর সাহানির বিয়ে, মেহেন্দি ও সঙ্গীত-এর অনুষ্ঠানের এই ছবিগুলি হয়ত অনেকেই দেখেননি। (ছবিতে ঋদ্ধিমা কাপুরের বিয়ের অনুষ্ঠা দেখা যাচ্ছে ঋষি ও রণবীর কাপুরকে।)
দিদি ঋদ্ধিমার বিয়ের অনুষ্ঠানে তাঁর হাতে খই জাতীয় কিছু দিতে দেখা যাচ্ছে রণবীরকে। পাশে দাঁড়িয়ে ঋদ্ধিমার স্বামী ভারত।
প্রসঙ্গত, ভারত সাহানি দিল্লির একজন ব্যবসায়ী। বিদেশে পড়তে গিয়েই ভারতের সঙ্গে আলাপ হয় ঋদ্ধিমার। ২০০৬ সালে ২৫ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।
বিয়ের অনুষ্ঠানে ঋদ্ধিমা ও ভারত সাহানি।
ঋদ্ধিমা কাপুরের মেহেন্দি অনুষ্ঠানে ঋষি, নীতু ও রণবীর কাপুর।
মেহেন্দি অনুষ্ঠানে ঋদ্ধিমা কাপুর ও ভারত সাহানি।
ঋদ্ধিমা কাপুর ও ভারত সাহানির হাতে মেহেন্দি করা হচ্ছে।
দিল্লির রিসেপশনে ঋদ্ধিমা কাপুর ও ভারত সাহানি।
দিল্লির রিসেপশনে মেয়ে-জামাইয়ের সঙ্গে ঋষি ও নীতু কাপুর।