কর্মীর অভাব! লকডাউনে বিশ বাঁও জলে মহাকরণের সংস্কার
নিজস্ব প্রতিবেদন : লকডাউনের জের এবার মহাকরনের সংস্কারের কাজে। শ্রমিকদের অভাবে কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
মার্চ মাসে লকডাউনের সময় শ্রমিকরা দেশে ফিরে যাওয়ার পর অনেকেই আর তারপর কলকাতায় ফেরেননি। এরফলে কাজে গতি আসেনি আনলক পিরিয়ডেও।
মহাকরণের বেশ কিছু কাজ করার জন্য বিশেষ ধরণের প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষ কর্মী প্রয়োজন।
এখন পরিবারের বাধায় বা পরিবহনের অসুবিধায় তাঁরা না আসায় ইন্টেরিয়রের কাজও করা সম্ভব হচ্ছে না বলে পূর্ত দফতর সূত্রে খবর।