আবার হবে ১৪ বছর পর! ২১ জুন সারা দেশের সঙ্গে বিরল মহাজাগতিকের সাক্ষী থাকবে কলকাতাও
অয়ন ঘোষাল : বছরের সবচেয়ে বড় দিন ২১ জুন। আর সেই ২১ জুনেই এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশবাসী। ২১ জুন রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড- দেশের ৩ রাজ্যে দেখা যাবে সম্পূর্ণ বলয় গ্রাস গ্রহণ।
বাকি রাজ্যগুলিতে পূর্ণ বলয় গ্রাস না দেখা গেলেও অনেকাংশে এই বিরল সূর্য গ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন মহাকাশ প্রেমীরা। বিড়লা তারামণ্ডলের অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারি জানিয়েছেন, মধ্য আফ্রিকার কঙ্গো থেকে শুরু হয়ে এই বলয় গ্রাস এশিয়ার ৫টি দেশ প্রশান্ত মহাসাগরের বিষুবরেখার ওপর ছুঁয়ে থামবে। কলকাতাও সাক্ষী থাকবে খণ্ড গ্রাসের।
কী হবে সেদিন? তিনি জানান, বেলা ১০টা ৪৬ থেকে ধীরে ধীরে দিনের আলো কমতে শুরু করবে। জ্বলে উঠবে রাস্তার আলো। বেলা ১২টা ৩৫মিনিট পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। তারপর আবার আস্তে আস্তে সূর্যের উপর আড়াআড়িভাবে পড়া চাঁদের ছায়া সরতে শুরু করবে। গ্রহণ শেষে সূর্যের পুর্ণ রূপ প্রকাশিত হবে বেলা আড়াইটের পর।
দেবীপ্রসাদ দুয়ারিবাবুর কথায়, আংশিক বা সাধারণ সূর্য গ্রহণ ৪ বা ৭ বছরে একবার করে হয়। কিন্তু বলয় গ্রাস 'বিরল'। ২০২০-র ২১ জুনের পর পরবর্তী বলয় গ্রাস গ্রহণ চাক্ষুষ করার জন্য ভারতবাসীকে ২০৩৪ সালের জুন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ আবার ১৪ বছর পর দেখা যাবে সম্পূর্ণ বলয় গ্রাস।
তবে কলকাতাবাসীর এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকার ক্ষেত্রে সমস্যা একটাই। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার থেকে কলকাতায় ভারী বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে। সেক্ষেত্রে আকাশে মেঘ থাকবে। ফলে কলকাতা বা রাজ্যের অন্য অংশের মানুষ খণ্ড গ্রাস কতটা বুঝতে পারবেন তা নিয়ে সংশয় আছে।