IN PICS | Rinku Singh New House: হকার বাবার ছেলে পেয়েছিলেন ঝাড়ুদারের কাজ! অতীত মুছে KKR নক্ষত্রের ৩.৫ কোটির বাংলো
গত ৩১ অক্টোবর ছিল আইপিএল রিটেনশনের ডেডলাইন। অর্থাত্ ওই দিনই বিকেলের ভিতর ১০ দল খেলোয়াড় ধরা-ছাড়ার তালিকা জমা দিয়েছে বিসিসিআই-কে। মতোই কলকাতা নাইট রাইডার্সও আগামী মরসুমের জন্য় ধরে রাখা ৬ ক্রিকেটারের নাম জানিয়ে দেয়! গতবারের ও মোট তিনবাররে ট্রফি জয়ী শাহরুখের টিম ধরে রেখেছে আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে। ধারাবাহিক পারফর্মার রিঙ্কুকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছে কেকেআর
সাম্প্রতিক ভারতীয় ক্রিকেটে খুব অল্প সময়ের মধ্য়ে যে নিজের জাত চিনিয়েছেন রিঙ্কু। কেকেআরের নায়ক সাদা বলের ক্রিকেটে পাঁচ এবং ছয় নম্বর জায়গায় আগামীর তারকা হিসেবে প্রমাণ করেছেন নিজেকে। তাঁকেই ভাবা হচ্ছে প্রকৃত 'ফিনিশার' হিসেবে। ২০২৩ সালের আইপিএল-এর ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন রিঙ্কু। সর্বোচ্চ লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৩ বলে অপরাজিত ৬৭ রান। গড় ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫৩। সঙ্গে ছিল চারটি অর্ধ শতরান। এরপর থেকে আর রিঙ্কুরে পিছন ফিরে তাকাতে হয়নি। শুধুই এগিয়ে গিয়েছেন তিনি।
দেশের জার্সিতে রিঙ্কু ২৬টি টি-২০ ম্য়াচে ১৭৫.৪৫-এর স্ট্রাইক রেটে ৪৭৯ রান করা রিঙ্কুর গড় ৫৯.৮৭। ২টি ওডিআই খেলে ৫৫ রান করে নিয়েছেন ১ উইকেট।
আইপিএল মাতিয়ে ভারতীয় ক্রিকেটে রকেটের মতো উত্থান রিঙ্কুর। কিন্তু তিনি সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি। অত্য়ন্ত অভাবী পরিবারের ছেলে সে। বাবাকে একসময়ে হকারি করতে হয়েছে। এলপিজি সিলিন্ডারও ডেলিভারি করেছেন। এমনকী রিঙ্কুকেও ঝাড়ুদারের কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। রিঙ্কু ভোলেননি সেসব দিনের কথা। রিঙ্কু এখন কোটি কোটি টাকার মালিক। তিনি জানেন টাকার প্রকৃত অর্থ।
পরিবারকে আরও ভালো জায়গায় রাখতে রিঙ্কু কিনে ফেললেন ৩.৫ কোটি টাকার বাংলো। হোমটাউন আলিগড়ের ওজোন সিটির, গোল্ডেন এস্টেটে ৪৫০০ স্কোয়ার ফুটের বাংলো কিনলেন। ওজোন সিটির ফেসবুক পেজেই সেই ছবি দেওয়া হয়েছে।