কোটিপতি ঋষভ-কুলদীপ, ধোনি-পুজারার সঙ্গে এবার এক ঘরে দুই তারকা
গত মরশুমে বিসিসিআইয়ের সেন্ট্রাল কনট্রাক্টে ছিলেন না ঋষভ পন্থ। কিন্তু এবার তিনি কোটিপতি। মাত্র ২১ বছর বয়সেই ধোনি-পুজারা, জাদেজা, অশ্বিনদের সঙ্গে একই ঘরে পন্থ।
২০১৮-১৯ মরশুমের জন্য সেন্ট্রাল কনট্রাক্টের চূড়ান্ত তালিকা অনুমোদন করল বিসিসিআই। গত মরশুমে ২৬ জনকে রাখা হয়েছিল চুক্তিতে। এবার সেখানে ২৫ জন।
১ অক্টোবর ২০১৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত থাকবে সেন্ট্রাল কনট্রাক্ট-এর মেয়াদ।
সুরেশ রায়না, পার্থিব প্যাটেল, জয়ন্ত যাদব, অক্ষর প্যাটেল, করুণ নায়ার এবং মুরালি বিজয় এবার বাদ পড়েছেন। তাঁদের জায়গায় সেন্ট্রাল কনট্রাক্টে জায়গায় পেলেন আম্বাতি রায়াড়ু, ঋষভ পন্থ, হনুমা বিহারি ও খলিল আহমেদ।
২০১৮-১৯ মরশুমে বিসিসিআইয়ের সেন্ট্রাল কনট্রাক্ট-এর তালিকা-
‘এ+’ গ্রেড (৭ কোটি টাকা) - বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রিত বুমরা।
‘এ’ গ্রেড (৫ কোটি টাকা) - রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিং ধোনি, শিখর ধাওয়ান, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব এবং ঋষভ পন্থ।
‘বি’ গ্রেড (৩ কোটি টাকা) - লোকেশ রাহুল, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহাল এবং হার্দিক পান্ডিয়া।
‘সি’ গ্রেড (১ কোটি টাকা) - কেদার যাদব, দীনেশ কার্তিক, অম্বাতি রায়াড়ু, মণীশ পান্ডে, হনুমা বিহারি, খলিল আহমেদ এবং ঋদ্ধিমান সাহা।