দল থেকে ছাড়া হল ঋষভ পন্থকে, ঋদ্ধিমান সাহার কভার ভরত
সুযোগ করে দেওয়া হল ঋষভ পন্থকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজে ছটি ম্যাচই (তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০) খেলার ইচ্ছা প্রকাশ করেছেন পন্থ। তাই তাঁকে প্রস্তুতিতর সুযোগ করে দিলেন নির্বাচকরা।
জাতীয় দল থেকে ছাড়া হল পন্থকে। যাতে তিনি সৈয়দ মুস্তাক আলি টি-২০ খেলে নিজেকে প্রস্তুত করতে পারেন! শুভমান গিলকেও জাতীয় দল থেকে ছাড়া হয়েছে।
এমনিতেও ইডেনে গোলাপি বলের টেস্টে প্রথম একাদশে ছিলেন না পন্থ। তাই সময় নষ্ট না করে তাঁকে প্রস্তুতির জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নির্বাচকরা।
ইডেন টেস্টে এবার ঋদ্ধিমান সাহার কভার হিসাবে এলেন অন্ধ্রপ্রদেশের উইকেটকিপার-ব্যাটসম্যান কে এস ভরত। ভারতীয় এ দলের হয়ে নিয়মিত লাল বলে খেলেন ভরত।
২০১৫ সালে গোলাপি বলে দলীপ ট্রফি খেলেছেন ভরত। একইসঙ্গে দুই ঢিল মারলেন নির্বাচকরা। একদিকে, সময় নষ্ট না করে পন্থকে পাঠানো হল প্রস্তুতির জন্য। আরেকদিকে ভরতকে জাতীয় দলের ড্রেসিংরুমে রেখে অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ করে দেওয়া হল।