Ritabhari Chakraborty Wedding: বিয়ের পিঁড়িতে ঋতাভরী! কবে, কোথায় বসছে বিয়ের আসর?

Thu, 09 Jan 2025-6:57 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৫ সালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। 

কিছুদিন আগেই চর্চিত প্রেমিকের সঙ্গে প্রেমের মান্যতা দিয়েছেন অভিনেত্রী। 

মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর অনেক দিন নীরব ছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। 

গত বছরের শেষের দিকে তিনি জানান, নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।  

ছবি পোস্ট করে তিনি পরিচয় করা তাঁর প্রেমিকের সঙ্গে, নাম সুমিত আরোরা। 

এবার জানা গেল, প্রেমিক সুমিতের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী। 

চলতি বছরের ডিসেম্বরেই বিয়ে করবেন নায়িকা, এমনটাই খবর। 

থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা করেছেন ঋতাভরী। 

বাঙালি ও পাঞ্জাবি মতে বিয়ে সারবেন এই অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। 

থাইল্যান্ডে বিয়ে কাছের মানুষদের নিয়ে হলেও প্রীতিভোজের আয়োজন জাঁকজমকপূর্ণভাবেই করার পরিকল্পনা রয়েছে তাঁর, এমনটাই খবর। 

ঋতাভরীর প্রেমিক সুমিত আরোরা বলিউডের ব্যবসাসফল সিনেমার সংলাপ রচয়িতা। 

সুমিত কাজ করেছেন শাহরুখ খানের ‘জওয়ান’, শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’, সামান্থা রুথ প্রভুর ‘দ্য ফ্যামিলি ম্যান’, কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’ সহ একাধিক জনপ্রিয় ছবিতে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link