Ritabhari-Chitrangada: হলুদ শাড়ির সঙ্গে অফ শোল্ডার ব্লাউজ, গায়ে হলুদে নজরকাড়া চিত্রাঙ্গদা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবারই সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা।
এই বছর এপ্রিলেই সেরেছিলেন আইনি বিয়ে।
শনিবার সন্ধেতে বর্ধমান রাজবাড়িতে বসতে চলেছে বিয়ের আসর।
সম্বিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে করছেন চিত্রাঙ্গদা।
শনিবার সকাল থেকেই শুরু বিয়ের আচার অনুষ্ঠান। দিদির পাশে গায়ে হলুদে দেখা মিলল ঋতাভরীর।
গায়ে হলুদে চিত্রাঙ্গদা পরেছিলেন হলুদ সবুজ কম্বিনেশনের অফ শোল্ডার ব্লাউজ ও হলুদ শাড়ি। সঙ্গে মানানসই সোনা গয়না। সাবেকি কনের থেকে তাঁর স্টাইল ছিল বেশ অন্যরকম।
অন্যদিকে ঋতাভরী পরেছিলেন হলুদ রঙের ফ্লোরাল লেহেঙ্গা। দিদিকে হলুদে ভরিয়ে দিতে দেখা গেল ঋতাভরীকে।