Saraswati Puja 2023: বাগদেবীর আরাধনায় ঋতুপর্ণা-কোয়েল থেকে রাজ-শুভশ্রী, রইল বিশেষ দিনের ছবি...
শ্রাবন্তী অবশ্য সরস্বতী পুজোয় হলুদ শাড়ি নয়, বেছে নিয়েছেন কেরালা কটন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবারের মতো এবছরও সরস্বতী পুজোয় মেতেছিলেন টলিউডের ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত। নাচের স্কুলের ছাত্রীদের সঙ্গেই বাগদেবীর আরাধনায় মেতেছেন নায়িকা।
বৃহস্পতিবার সকাল সকালই পুজোয় সামিল হন রাজ ও শুভশ্রী। এবছর মায়ের পায়ের কাছে প্রলয়ের চিত্রনাট্য রেখেছেন রাজ।
রাজের অফিসেই এদিন হাজির ছিলেন গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা।
প্রজাপতির সাফল্যের পর সরস্বতী পুজোর দিন প্রযোজক অতনু রায়চৌধুরীর অফিসে সামিল হয়েছিলেন অভিজিৎ সেন, মমতা শংকর ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
বাড়িতেই বাগদেবীর আরাধনা করেন কোয়েল। এদিন নায়িকা বেছে নিয়েছিলেন হলুদ শাড়ি।
বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন করেন অপরাজিতা আঢ্য। সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।
পুজোয় সামিল হতে দেখা না গেলেও সরস্বতী পুজোয় বাসন্তী শাড়ি ও সাদা ব্লাউজে সেজেছিলেন মিমি।
বাড়িতেই এদিন পুজো করেন সম্পূর্ণা লাহিড়ী।
দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাড়ির পুজোর ছবি। শাড়িতে একেবারে জমজমাট লুক অভিনেত্রীর।