মথুরায় শ্যুটিংয়ে গিয়ে হনুমানের সঙ্গে খুনসুটি রিয়া সেনের
মুনুন সেন কন্যা রিয়া আপাতত ব্যস্ত হিন্দি ওয়েব সিরিজ 'পতি পত্নি অউর বো' নামে একটি কমেডি ওয়েব সিরিজের শ্যুটিংয়ে।
হিন্দি এই ওয়েব সিরিজটির শ্যুটিংয়ে রিয়া আপাতত উত্তর প্রদেশের মধুরাতে রয়েছেন।
এই হিন্দি কমেডি ওয়েব সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রিয়া সেনকে।
ওয়েব সিরিজটিতে রিয়ার বিপরীতে দেখা যাবে অনন্ত বিধাতকে।
ওয়েব সিরিজের শ্যুটিংয়ে মথুরাতে গিয়ে একটি হনুমানের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছিলেন রিয়া। ব্যস্ত হয়ে পড়েন হনুমানটিকে খাওয়াতে।
নিজেই সেশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি পোস্ট করেছেন অভিনেত্রী।
ছবির শ্যুটিংয়ে সহ অভিনেত্রী বিন্নি অরোরার সঙ্গে পোজ রিয়ার।
শ্যুটিংয়ের ফাঁকে রিক্সায় সওয়ার হলেন রিয়া।
শ্যুটিংয়ের ফাঁকে রিয়া সেন।