ফুলশয্যার রাতের ছবি পোস্ট করলেন রিয়া সেন!
ফুলশয্যার রাতের ছবি পোস্ট করলেন অভিনেত্রী রিয়া সেন।
না, না ভুল ভাববেন না, ব্যক্তিগত জীবনের ফুলশয্যার ছবি নয়, রিয়া পোস্ট করেছেন 'পতি পত্নী অউর বো'- ওয়েব সিরিজের শ্যুটিংয়ের ছবি।
হ্যাঁ, এই ওয়েব সিরিজে রিয়া পতি অর্থাৎ স্বামী হিসাবে যাঁকে দেখা যাবে তাঁর সঙ্গেই ফুল শয্যার রাতের দৃশ্যের শ্যুটিংয়ের ছবি পোস্ট করেছেন রিয়া।
এই ওয়েব সিরিজে রিয়ার বিপরীতে দেখা যাবে অভিনেতা অনন্ত বিধাতাকে।
ওয়েব সিরিজের শ্যুটিং চলছে মথুরাতে।
এর আগেও মথুরার শ্যুটিংয়ের ছবি পোস্ট করেছিলেন রিয়া।
এই ওয়েব সিরিজটিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে রিয়াকে।
এটি একটি হিন্দি কমেডি ওয়েব সিরিজ।