স্বামীর সঙ্গে ছুটি কাটাতে এখানেই গিয়েছেন মুনমুন কন্যা রিয়া
২০১৭-র ১৬ অগস্ট, দীর্ঘদিনের বয়ফ্রেন্ড শিবম তিওয়ারির সঙ্গে চুপিসারেই গাঁটছড়া বেঁধেছিলেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি, তথা মুনমুন সেন কন্যা রিয়া সেন।
বিবাহিত জীবনটা মন্দ কাটছে না রিয়ার, অভিনয়ের পাশাপাশি যোগা ট্রেনার হিসাবেও নিজের কেরিয়ার শুরু করেছেন রিয়া।
সম্প্রতি হাবি শিবম তিওয়ারির সঙ্গে প্যারিসে ছুটি কাটাতে গিয়েছেন রিয়া সেন।
ছুটিটা মন্দ কাটছে না রিয়ার প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেছেন রিয়া।
তবে শুধু ছুটি কাটানোই নয়, প্যারিসে সামার ফ্যাশান কোর্সও করে ফেলেছেন রিয়া।
গত বেশ কয়েক সপ্তাহ ধরেই প্যারিসে রয়েছেন রিয়া।
প্যারিসে সৌন্দর্যে তিনি মুগ্ধ, সেকথাও নিজেই সোশ্যাল সাইটে জানিয়েছেন রিয়া।
রিয়াকে প্যারিসের লাক্সেমবার্গ শহরের একটি পার্কে ঘুরে বেড়াতেও দেখা গেছে।