কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ৭১ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন `হিটম্যান`
রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি (২১২ রান) করে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানকে পিছনে ফেলে দিয়েছেন রোহিত শর্মা।
ঘরের মাঠে টেস্টে ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের রেকর্ড ভেঙে নয়া নজির গড়লেন হিটম্যান।
দেশের মাঠে ১৮টি টেস্ট ইনিংসে রোহিতের সংগ্রহ ১২৯৮ রান। ১৮টি ইনিংসের মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি আর ৫টি হাফসেঞ্চুরি।
দেশের মাঠে টেস্টে ব্র্যাডম্যানের ব্যাটিং গড় যেখানে ৯৮.২২ সেখানে দেশের মাঠে রোহিত শর্মার ব্যাটিং গড় ৯৯.৮৪।
জাতীয় দলের হয়ে দেশে-বিদেশে মোট ৩০টি টেস্টে রোহিতের সংগ্রহ মোট ২০১৯ রান। ব্যাটিং গড় ৪৬.৯৫।