সচিনকে টপকে গুয়াহাটিতে রেকর্ড রোহিত শর্মার
# রবিবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১১৭ বলে ১৫২ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।
# ছক্কা মেরে ম্যাচ জেতানোর সঙ্গে সঙ্গেই নজির গড়লেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা, যা আগে কোনও ক্রিকেটার করেননি। এই এক ছক্কায় সচিনের জোড়া রেকর্ড ভাঙলেন রোহিত।
# বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি দেড়শ রানের ইনিংস খেললেন রোহিত শর্মা। এই নিয়ে মোট ৬ বার ১৫০ বা তার বেশি রান করলেন তিনি।
# সচিন তেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নারকে টপকে গেলেন রোহিত শর্মা। এর আগে দুজনেরই একদিনের ক্রিকেটে ৫টি করে দেড়শ রানের ইনিংস রয়েছে।
# রবিবার গুয়াহাটিতে ৮টি ছক্কা হাঁকান রোহিত। ওপেনার হিসেবে ছক্কার নিরিখে এখন বিশ্বে তিন নম্বরে রয়েছেন হিটম্যান। ওপেনার হিসেবে ছক্কার নিরিখে এদিন সচিনকে (১৬৭) টপকে গেলেন রোহিত শর্মা (১৬৮)।