Sushmita-র সঙ্গে পুরনো প্রেম! স্ত্রীর সন্দেহ নিয়ে মুখ খুললেন Rohit Roy
সাল ১৯৯৪, সেসময় সবেমাত্র মিস ইউনিভার্সের মুকুট জিতে দেশে ফিরেছেন সুস্মিতা সেন। আর অভিনেতা রোহিত রায়ও শুরু করেছেন নিজের অভিনয় কেরিয়ার। একটি বিজ্ঞাপনে এক সঙ্গে কাজ করার পর থেকেই বি-টাউনে জোর গুঞ্জন তৈরি হয়, সুস্মিতার সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন রোহিত।
সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক নিয়ে এত বছর পর নতুন করে মুখ খুলেছেন অভিনেতা রোহিত রায়। সোশ্যাল মিডিয়ায় রোহিত শেয়ার করেছেন সুস্মিতার সঙ্গে করা সেদিনের সেই বিজ্ঞাপনের কিছু মুহূর্ত।
রোহিত রায়ের শেয়ার করা এই পুরনো বিজ্ঞাপনের ছবির নিচে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের পুরনো মুহূর্ত শেয়ার করে রোহিত লিখেছেন, ''ডার্লিং সুস্মিতার সঙ্গে করা আমার প্রথম সাবানের বিজ্ঞাপন। তখন ও সবেমাত্র মিস ইউনিভার্স হয়ে ফিরেছে। বিজ্ঞাপনটা দেখে অনেকেই প্রশ্ন করেছিলেন, উনি কি সত্যির সুস্মিতার বয়ফ্রেন্ড? অভিনেতা তো তখনও দারুন ছিল, ভালোবাসা রইল সুস্মিতা।''
সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে সাক্ষাৎকারে রোহিত রায় জানিয়েছেন, ''আমাকে কেউ বিজ্ঞাপনের এই ছবিগুলো পাঠিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বলল, সেকারণেই এগুলি পোস্ট করা। সেসময় সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে আমাকে আমার স্ত্রী মানসীও সন্দেহ করতে শুরু করে। ও বিষয়টা নিয়ে ভীষণই বিরক্ত থাকত।''
সাক্ষাৎকারে রোহিত বলেন, ''সেসময় সুস্মিতাও মিস ইউনিভার্স হয়ে আসার পর প্রথম কাজ শুরু করে। আর আমিও 'স্বভিমান' ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেছি। ওটা ছিল আমার প্রথম বিজ্ঞাপন। যেখানে আমার আর সুস্মিতার রসায়ন দেখে সকলেই ভাবতে শুরু করে, আমিও ওর রিয়েল লাইফ বয়ফ্রেন্ড। আসলে সেটা কখনওই ছিল না।''
রোহিত রায় জানান, ''সুস্মিতার সঙ্গে আমার ফোন, মেসেজে যোগাযোগ রয়েছে। আমরা গত আড়াই বছর পর দেখা করেছি।''