নতুন মাইলস্টোনের মালিক রোহিত শর্মা! সচিন-গাভাসকরের এলিট ক্লাবে এন্ট্রি `হিটম্যান`-এর
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচে ব্যাটে রান না পেলেও, হ্য়ামিলটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জ্বলে উঠলেন ওপেনার রোহিত শর্মা। করেন ৪০ বলে ৬৫ রান।
আর সুপার ওভারে জোড়া ছয় মেরে ভারতকে রোমাঞ্চকর জয় এনে দেন রোহিত শর্মা।
এদিন ওপেনার হিসেবে রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করলেন । চতুর্থ ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি।
১৪০টি একদিনের ম্যাচে ৭১৪৮ রান, ৭৭টি টি-টোয়েন্টি ম্যাচে রোহিতের রান ২৭১৩, আর গতবছর প্রথমবার টেস্টে ওপেন করতে নেমে পরপর দুটি ম্যাচে শতরান করেছিলেন রোহিত শর্মা।
এর আগে ওপেনার হিসেবে দশ হাজার করেছেন সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর আর বীরেন্দ্র সেওয়াগ।