কাল বাংলাদেশের বিরুদ্ধে মাত্র আট রান করলেই বিশ্বসেরা হবেন রোহিত শর্মা
আর মাত্র আট রান করলেই বিরাট কোহলিকে টপকে শীর্ষে উঠবেন রোহিত শর্মা। কাল অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে রোহিতের এমন একটা রেকর্ড করার সম্ভাবনা প্রবল।
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার থেকে আর মাত্র আট রান দূরে রোহিত শর্মা। এখনও পর্যন্ত ৯৮ ম্যাচে ২৪৪৩ রান করেছেন রোহিত শর্মা।
কোহলি করেছেন ৭২ ম্যাচে ২৪৫০ রান। বোঝাই যাচ্ছে রোহিতের থেকে অনেক কম ম্যাচ খেলে কোহলি সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন।
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কোহলিকে। বিশ্বকাপের পর থেকে একটানা খেলে চলেছেন কোহলি। আর তাঁর অনুপস্থিতিতে রোহিতের কাছে এসেছে বিশ্বসেরা হওয়ার দারুন সুযোগ।
নিউ জিল্যান্ডের মার্টিন গুপটিল টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। ৭৬ ইনিংসে করেছেন ২২৮৫ রান করেছেন তিনি।