ম্যাচ হেরেও হিটম্যানের রেকর্ড! দিল্লিতে ধোনি-কোহলিকে ছাপিয়ে গেলেন রোহিত
রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হারে টিম ইন্ডিয়া। কিন্তু এই ম্যাচেই জোড়া রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জার্সিতে ৯৯ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন রোহিত শর্মা।
এতদিন ভারতীয় জার্সিতে সর্বোচ্চ (৯৮) টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডটি ছিল মহেন্দ্র সিং ধোনির। এদিন ধোনিকে টপকে গেলেন রোহিত। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড এখন রোহিত শর্মার দখলে।
রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ৫ বলে ৯ রান করেন অধিনায়ক রোহিত শর্মা।
রবিবার ৮ রান করতেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি নিজের দখলে করে নেন রোহিত শর্মা। বিরাট কোহলিকে টপকে যান তিনি। ৭২ ম্যাচে বিরাটের সংগ্রহ ২৪৫০ রান। অন্যদিকে ৯৯ ম্যাচে রোহিত রান ২৪৫২ রান।