Rohit Sharma to Smriti Mandhana: ২০২২ সালে কোটি কোটি টাকায় গাড়ি কিনেছেন যে ভারতীয় ক্রিকেটাররা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেখতে দেখতে শেষের পথে ২০২২। যদি ভারতীয় ক্রিকেটের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে যে, সাফল্য-ব্যর্থতা মিলিয়ে মোটের ওপর গিয়েছে বছরটি। পারফরম্যান্সও ছিল ভালো-মন্দ মিশিয়ে। তবে ভারতের একাধিক পুরুষ ও মহিলা ক্রিকেটাররা এই বছরে নিজেদের কোটি কোটি টাকার লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন। তালিকায় রয়েছেন রোহিত শর্মা থেকে স্মৃতি মন্ধানা।
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও বিশ্ববন্দিত ব্যাটার রোহিত শর্মার গ্যারেজে রয়েছে কোটি কোটি টাকার গাড়ি। সেখানে শোভা পায় স্পোর্টস কার বিএমডব্লিউ এমফাইভ মডেলের ফর্মুলা ওয়ান সংস্করণ থেকে লাক্সারি কমপ্যাক্ট এসইউভি বিএমডব্লিউ এক্সথ্রি। রয়েছে এসইউভি মার্সিডিজ জিএলসএস থ্রিফিফটিডি। মিড সাইজ এসইউভি টয়োটা ফর্চুনার ও মিড সাইজ সিডান স্কোডা লওরার মালিকও রোহিত। তবে এবার টিম ইন্ডিয়ার ওপেনার স্টেপআউট করেই খেলেছেন। নিজেকে উপহার দিলেন ল্যাম্বরগিনি উরুস। যে গাড়ির দাম প্রায় ৩.১৫ কোটি টাকা। তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যাঁর ঝুলিতে আছে এই দুর্দান্ত গাড়িটি।
বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব কিনেছেন মার্সিডিজ বেঞ্জের জিএলএস ২০ মডেলের গাড়ি। যার দাম ১.৪ কোটি টাকা।
কেকেআর ক্যাপ্টেন টিম ইন্ডিয়ার তারকা শ্রেয়স আইয়ার কিনেছেন মার্সিডিজ বেঞ্জের এএমজি-৬৩ মডেলটি। যার দাম ২.৪৫ কোটি টাকা।
টিম ইন্ডিয়ার স্টার ওপেনার ও ভাইস ক্যাপ্টেন স্মৃতি মন্ধনাও কিনেছেন গাড়ি। তিনি সখের রেঞ্জ রোভার কিনতে খরচ করেছেন ৭২.০৯ লক্ষ টাকা।
টিম ইন্ডিয়ার টেস্ট স্পেশ্যালিস্ট অজিঙ্কা রাহানে কিনেছেন বিএমডব্লিউ সিক্স সিরিজ। যার দাম ৬৯.৯ লক্ষ টাকা।