ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর, অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরছেন রোনাল্ডিনহো
ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। অবসর ভেঙে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। আর্জেন্টিনার সংবাদমাধ্যম এল দিয়া তেমনই জানাচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-ও একটি প্রতিবেদনে রোনাল্ডিনহোর কামব্যাক-এর খবর দিয়েছে। বছর পাঁচেক আগে অবসর নিয়েছিলেন রোনাল্ডোনহো।
৪০ বছর বয়সী রোনাল্ডিনহো খেলতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি মারাদোনার তত্ত্বাবধানে। আর্জেন্টাইন সুপার লিগের ক্লাব জিমনেসিয়ার হয়ে মাঠে নামতে পারেন তিনি।
এর আগেও জিমনেসিয়ার হয়ে রোনাল্ডিনহো খেলবেন বলে জানা গিয়েছিল। কথা প্রায় পাকা হয়ে যাওয়ার পরও রোনাল্ডিনহো খেলেননি। ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলার সময় অবসর ঘোষণা করেন তিনি।
এবারও রোনাল্ডিনহোকে পাওয়ার ব্যাপারে আশাবাদী মারাদোনা। ২০১৬ সালে জিমনেসিয়া তাঁকে ১.৫ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিল। সেবার অবসর ভেঙে ফিরতে চেয়েছিলেন তিনি। কিন্তু কেন যে সেবার জিমনেসিয়ার হয়ে খেলেননি রোনাল্ডিনহো! তা আজও রহস্য।