করোনা মোকাবিলায় দেশের জন্য মাঠে নামলেন ইউরোজয়ী তারকা
মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে দেশের প্রান্তীয় মানুষের পাশে বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
সিআর সেভেন ও তাঁর এজেন্ট জর্জ মেন্ডেস মিলে লিসবনের হাসপাতালে দুটো ওয়ার্ডের জন্য দশটা বিছানা ভেন্টিলেটর আর হার্ট মনিটর এর ব্যবস্থা করেছেন।
একইভাবে পোর্তোর হাসপাতালের জন্য আরও একটা ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ব্যবস্থাও করেছেন দুজনে।
বিশ্বের বহু দেশের মতো পর্তুগালে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। কয়েকদিন আগেই রোনাল্ডো সম্পর্কে ভুল খবর প্রকাশ্যে আসে।
মারণ ভাইরাস থেকে বাঁচার উপায় খুঁজছে সবাই। এই অবস্থায় রোনাল্ডোর মতো তারকা ফুটবলারের মানবিক মুখ দেখল গোটা বিশ্ব।