মৌমাছির কামড়ে আহত রোনাল্ডো, আজ `সেঞ্চুরি`র সুযোগ ছিল পর্তুগিজ তারকার
দেশের জার্সি গায়ে আজ তাঁর একশোতম গোল করার সুযোগ ছিল। কিন্তু আপাতত সেঞ্চুরির জন্য তাঁকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আজ উয়েফা নেশনস লিগে অভিযান শুরু করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। কিন্তু ঘরের মাঠে রোনাল্ডো অনিশ্চিত।
জানা যাচ্ছে, রোনাল্ডোর পায়ের পাতায় মৌমাছি কামড়েছে। ফলে ব্যথায় গত দু-তিনদিন তিনি প্র্যাকটিস করতে পারেননি। মৌমাছির কামড়ে তাঁর পায়ের পাতায় গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
লুকা মদ্রিচদের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আজ নামবে পর্তুগাল। তবে রোনাল্ডোর খেলার সম্ভাবনা কম। দেশের হয়ে আপাতত ৯৯টি গোল করে আটকে রয়েছেন সিআরসেভেন।
পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্তোস এই ম্যাচে রোনাল্ডোকে পাওয়ার ব্যাপারে নিশ্চিত নন। তিনি জানিয়েছেন, রোনাল্ডোর পায়ের পাতার ক্ষত বেশ গভীর।
দশ মাস আগে লুক্সেমবার্গের বিরুদ্ধে পর্তুগালের জার্সি গায়ে রোনাল্ডো শেষ গোলটি করেছিলেন। তার পর থেকে শততম গোলের অপেক্ষায় রয়েছেন তিনি।