AI-Generated Pics: দুবাইয়ের রাস্তায় ইফতারে গরিবদের খাওয়াচ্ছেন মেসি-রোনাল্ডো!

Subhapam Saha Wed, 19 Apr 2023-4:15 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ওরফে 'এআই'। এই প্রযুক্তিকে কাজে লাগিয়েই গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিচ্ছেন ডিজিটাল আর্টিস্টরা। দক্ষিণ ভারতের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এনথুসিয়াস্ট জিও জন মুলোর ইতিমধ্যেই পরিচিত নাম সোশ্যাল মিডিয়ায়। এর আগেই তিনি কৃত্রিম মেধায় ম্যাজিক দেখিয়ে নেটিজেনদের বুঁদ করেছেন। জন তাঁর ভাবনায় নেতাজি-গান্ধীজিদের দিয়ে সেলফি তুলিয়েছেন। মোনালিসাকে হাঁটিয়েছেন ভরা বাজারে। এবার পবিত্র রমজান মাসে জন আরও একধাপ এগিয়ে গেলেন। ইফতারের প্রস্তুতিতে তিনি কাজে লাগালেন ফুটবলার-অভিনেতাদের। 

 

জন দুবাইয়ের রামদান ফুড স্ট্রিটে গিয়েছিলেন সম্প্রতি। সেখানে গিয়ে তিনি একাধিক সেফ ও ওয়েটারদের রাস্তায় সবজি কাটাকুটি থেকে রান্নাবান্না করতে দেখেছেন। বাস্তবের এই সকল চরিত্রই অভাবি মানুষদের সেবায় রমজানে হয়েছেন স্বেচ্ছাসেবক। গরিবদের মুখে অন্ন তুলে দেন তাঁরা। এ দেখে জনের মন ভরে গিয়েছে। এবার ভারতীয় শিল্পীর কল্পনায় সবজি কাটলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রান্না করলেন ডেভিড বেকহ্যাম। আর তদারকি করলেন ধর্মগুরু পোপ ফ্রান্সিস। রামদানের আলো দেখাচ্ছেল লিওনেল মেসি, বারাক ওবামারা।

বিশ্ব ফুটবলকে নতুন আলোয় উদ্ভাসিত করেছেন লিও। এখানে তাঁর হাতে ধরা পবিত্র রামদান লাইট

সিআর সেভেন সবজি কাটতে ভীষণ ব্য়স্ত। তাঁর পেশি একেবারে ফুটে উঠেছে।

এ ছবি দেখে কে বলবে বেকহ্যাম খেলতেন ফুটবল। শেফের পোশাকে একেবারে পেশাদার শেফই মনে হচ্ছে তাঁকে।

এই ছবিতে ধর্মের সমন্বয়। পোপ ফ্রান্সিস তদারকি করছেন পুরো বিষয়টার।

হলি নক্ষত্র টম ক্রুস কিন্তু রান্নার মধ্যে নেই। সব ঠিকঠাক হচ্ছে কি না, তা তিনি দেখে নিচ্ছেন।

হলি মহারথী উইল স্মিথ আবার সবজি কাটাকুটি করছেন

গভীর ভাবনায় ডুব দিয়েছেন জনি ডেপ।

অভিনেতা ব্রুস উইলিস ব্যস্ত রান্নার কাজে।

অভিনেত্রী এমা ওয়াটসন রান্না বুঝে নিয়েছেন। কিছু শুনতে শুনতেই রান্না করছেন তিনি।

হলি তারকা কিনু রিভস চপিং বোর্ড নিয়ে বেশ চিন্তিত। দেখে মনে হচ্ছে কিছু বোঝাচ্ছেন তিনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link