সুন্দরবনের মত্সজীবীকে টেনে নিয়ে গেল বাঘ, শোকের ছায়া পরিবারে
জীবন-জীবিকার তাগিদে সুন্দরবনের নদী খাড়িতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ভাই জুড়ি জঙ্গলে। নিহত মৎস্যজীবীর নাম উদয় মিস্ত্রি (৬০)।
সুন্দরবনের গোসোবা থানার লালপুর অঞ্চলের বাসিন্দা উদয় মিস্ত্রি এক বন্ধুকে সঙ্গে নিয়ে সুন্দরবনের ভাইজুরি জঙ্গলে নদী খাড়ি তে মাছ ধরতে যান। দুই বন্ধু জগ ঢালী ও উদয় মিস্ত্রি কাঁকড়া ধরছিলেন। আর সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে টেনে নিয়ে যায় মৎস্যজীবী উদয় মিস্ত্রিকে।
বাঘের হাত থেকে বন্ধু উদয় মিস্ত্রিকে বাঁচাতে পারেনি তাঁর বন্ধু। এরপর জঙ্গল থেকে ফিরে এসে উদয় মিস্ত্রিকে পরিবারকে ঘনার কথা জানায় জগ। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।
উদয় মিস্ত্রিকে বাঘে নিয়ে যাওয়ায় তার মৃতদেহের খোঁজ পাওয়া যায়নি। মৃতদেহের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দপ্তর।
বন দপ্তরের একটি টিম উদয় মিস্ত্রির মৃতদেহের খোঁজে জঙ্গলে তল্লাশি শুরু করেছে। লাহিড়ীপুর অঞ্চলের বিধান কলোনী এলাকায় এখন শোকের ছায়া।