ভুলে যান হার্লে ডেভিডসন, রয়্যাল এনফিল্ড-এর এই মডেল আপনাকে মোহিত করে দেবে
দীর্ঘদিনের অপেক্ষা শেষ। গত এক সপ্তাহ ধরে ট্রেলার দেখানোর পর অবশেষে আত্মপ্রকাশ করল রয়্যাল এনফিল্ড কনসেপ্ট কেএস। লুকস ও ফিচার-এর দিক থেকে এই মডেল হার্লে ডেভিডসন-কে টেক্কা দিতে পারে।
রয়্যাল এনফিল্ডের ইতিহাসে কনসেপ্ট কেএস মডেল এখনও পর্যন্ত সব থেকে লম্বা বাইক। এই মডেলে আবার পাওয়া যাবে ভি-টু ইঞ্জিন।
আপাতত সবুজ ও তামাটে রঙে এই বাইকটি বাজারে আসছে। ইংল্যান্ড ও ভারতের এনফিল্ড সেন্টারে এই মডেল তৈরির কাজ এগিয়েছে। গত এপ্রিল থেকে এই মডেল নিয়ে কাজ করছে সংস্থাটি।
সিট ও হ্যান্ডল বারে থাকছে চামড়ার কভার। ফুয়েল ট্যাঙ্ক হবে রেট্রো লুকস-এর। থাকবে এলইডি ল্যাম্প। টেল ল্যাম্পে থাকবে ই-লোগো।
এই বাইকে ঠিক কতটা পাওয়ারফুল ইঞ্জিন ব্যাবহার করা হবে? এই নিয়ে এখনও সংস্থার তরফে কোনও স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। তবে ৮৩৮ সিসি ভি-টু ইঞ্জিন দেখা যেতে পারে।
সংস্থার তরফে একটি শো আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে এই মডেল-এর ইঞ্জিন নিয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।
১৯৩৮ সালে ১১৪০ সিসি-র রয়্যাল এনফিল্ড বাইকের মডেল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে কনসেপ্ট কেএক্স।