সংঘের এজেন্ডায় এবার দুই সন্তান নীতি! সবর হলেন মোহন ভাগবত

Sat, 18 Jan 2020-5:42 pm,

অযোধ্য জমি বিতর্ক মিটে যাওয়ার পর এবার আরএসএস-এর এজেন্ডায় দুই সন্তান নীতি? দলের বৈঠকে এমনই বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ প্রধান মোহন ভাগবত।

লখনউয়ে দলের ৪০ শীর্ষস্থানীয় নেতাদের বৈঠকে মোহন ভাগবত বলেন, দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন। এনিয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। এই নীতি লাগু করার সঙ্গে কোনও ধর্মের সম্পর্ক নেই। এনিয়ে আইন আনতে হবে সংসদকে।

রাজনৈতিক মহলের ধারনা, কাশী-মথুরায় মন্দিরের দাবির আগে আরএসএসের এজেন্ডায় এবার দুই সন্তান নীতিই।

চারদিনের সফরে বর্তমানে উত্তরপ্রদেশের মোরাদাবাদে রয়েছেন ভাগবত। সেখানে তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে দুই সন্তান নীতি গ্রহণ করতেই হবে সরকারকে। মোরাদাবাদ  ইনস্টিটিউট অব টেকনোলজির এক অনুষ্ঠানে ভাগবত বলেন, দুই সন্তান নীতি লাগু করতে যদি আইন আনা হয় তাহলে তাকে সমর্থন করবে আরএসএস।

ভাগবত বলেন, ভারত উন্নয়নশীল দেশ। কিন্তু জনসংখ্যা যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তা দেশের উন্নতির জন্য ভালো নয়।  এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link