Rule Changes in 2025: পিএফ থেকে জিএসটি, বদলে যাওয়া এইসব নিয়ম না জানলে সমস্যায় পড়তে পারেন

Wed, 01 Jan 2025-10:38 am,

নতুন বছরের প্রথম দিন থেকেই  চালু হচ্ছে বেশকিছু নিয়ম। এর মধ্যে রয়েছে ইপিএফও, ইউপিআই, গ্যাসের দাম, জিএসটির মতো বিষয়।

দেশের যে কোনও ব্যাঙ্ক থেকে পেনশন তুলতে পারবেন অবসরপ্রাপ্ত চাকুরিজীবীরা। শোনা যাচ্ছে এবার এটিএম কার্ডও ইস্যু করতে চলেছে ইপিএফও।

জিএসটি পোর্টালের নিরাপত্তার জন্য মাল্টি লেয়ার অথেনটিকেশন চালু হচ্ছে।  পাশাপাশি ১৮০ দিনের পুরোন নথি দিয়ে E-Way Bill তোলা যাবে না।

UPI 123Pay এর লেনদেনের সীমা ৫ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা।

মনে করা হচ্ছে বাড়ির রান্নার গ্যাস ও ব্যবসায়িক সিলিন্ডারের দাম বাড়তে পারে নতুন বছরে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link