জামাইয়ের গায়ে তালপাতার পাখার হাওয়া দিয়ে বলুন ষাট ষাট ষাট, জেনে নিন জামাইষষ্ঠীর বাকি নিয়ম
নিজস্ব প্রতিবেদন: এবছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী পড়েছে ১৬ জুন। এদিন পালিত হবে জামাইষষ্ঠী। এই ষষ্ঠী পুজোয় যে যে উপকরণ লাগে তা হল- আম্রপল্লব, তালপাতার পাখা, ধান, দূর্বা, পাঁচ থেকে নয় রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো ও হলুদ।
কী ভাবে জামাই ষষ্ঠীর পুজো করবেন?
ষষ্ঠীপুজো উপলক্ষ্যে শ্বাশুড়িরা স্নান করে ঘটে জল ভরে তার ওপর স্থাপন করবেন আম্রপল্লব। সঙ্গে থাকবে তালপাতার পাখা। ১০৮টি দূর্বা লাগে পুজোয়। করমচা ফল-সহ পাঁচ থেকে সাত বা নয় রকমের ফল (বিজোড়ে) কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখবেন।
এবার একটি সুতোয় হলুদ মাখিয়ে তাতে ফুল, বেলপাতা দিয়ে গিট বেঁধে রাখুন। জামাই এলে তাঁকে বসিয়ে সুতোটা হাতে বেঁধে দিন। পাখার হাওয়া দিয়ে বলুন ‘ষাট-ষাট-ষাট’। তারপর আশীর্বাদের পালা।
জামাইয়ের সঙ্গে মেয়ের পরিবারের বন্ধন এবং মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন অটুট থাকার লক্ষ্যে এই সুতো বাঁধা হয় জামাইয়ের হাতে।
পাখা দিয়ে হাওয়া করা মানে, বিপদ তাড়িয়ে দেওয়া। ‘ষাট-ষাট-ষাট’-বলে, আয়ু বাড়ার কামনা করা হয়।
এছাড়া এদিন বাড়তে যে ষষ্ঠী পুজো করা হয়, সেটি সম্পূর্ণ মেয়ের মঙ্গলকামনার জন্য করা হয়।