Indian Rupee: পড়ে গেল টাকার দাম, কেন এমন পতন!
আরও পড়ল টাকার দাম। ডলারের সাপেক্ষে ভারতীয় মূদ্রার দাম ৪ পয়সা কমে হল ৮৩.৪৮ টাকা।
আন্তর্জাতিক বাজারে ডলার আরও শক্তিশালী হয়েছে। পাশাপাশি বেড়েছে অপরিশোধিত তেলের দামও।
বৃহস্পতিবার বাজার খুলতেই ডলারের দাম ছিল ৮৩.৪৩ টাকা। তার পর ডলারের দাম বেড়ে হয় ৮৩.৪৮ টাকা।
বুধবার ডলারের সাপেক্ষে টাকার দাম কমেছিল। দিনের শেষে ১ পয়সা কমে ডলারের দাম হয় ৮৪.৪৪ টাকা।
টাকার দাম পড়ার সঙ্গে বিএসই সেনসেক্সের দাম পড়ে ৭২.৪৩ পয়েন্ট। এনএসই পড়ে যায় ৩০.২৫ পয়েন্ট।