করোনা ভ্যাকসিনে রুশ বিপ্লব! দ্বিতীয় ভ্যাকসিনে ছাড়পত্র, তৈরি তৃতীয়টিও
নিজস্ব প্রতিবেদন: রাশিয়াই সর্বপ্রথম করোনার সঙ্গে লড়াইয়ে প্রথম ভ্যাকসিন 'স্পুটনিক-ভি' সামনে এনেছিল। এবার দ্বিতীয় ভ্যাকসিন 'ইপিভ্যাক করোনা' (EpiVacCorona)-কে ছাড়পত্র দিয়েছে রাশিয়া। কথা জানাল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কী কী জানা যাচ্ছে, 'ইপিভ্যাক করোনা' (EpiVacCorona) নামে পরিচিত এই ভ্যাকসিনটি ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে সংশ্লেষিত। সেটি একটি অ্যালুমিনাম যুক্ত অ্যাডজুভেন্টের ওপর সংশ্লেষিত সার্স সিওভি-২ প্রোটিনকে রাসায়নিকভাবে সংশ্লেষিত করে।
এর বিস্তারিত ক্লিনিক্যাল ট্রায়ালে দেওয়া হয়েছে। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে দাবি করেছেন রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা। উল্লেখ্য, ‘Sputnik V’ আসার পরই তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই ভ্যাকসিনকে নিয়ে বিতর্কও রয়েছে। বর্তমানে এই ভ্যাকসিনের ট্রায়াল জারি রয়েছে।
জানা গিয়েছে, রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা নিজে ভ্যাকসিনটি নিয়েছেন। অভিজ্ঞতা ভাগ করার পর তিনি জানিয়েছেন, এই ভ্যাসকিনটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে।
পুতিন বলছেন, করোনা বিরুদ্ধে রাশিয়ার তৃতীয় ভ্যাকসিনটি তৈরি করেছে চুমাকভ সেন্টার। যা কিছুদিনের মধ্যেই নথিভুক্ত করা হবে।