Saayoni Ghosh: বর্ণাঢ্য রোড শো এর মাধ্যমে ৩ ঘন্টার প্রচারে সায়নী...
অয়ন ঘোষাল: বোরাল পোস্ট অফিস ঠনঠনিয়া মোড় থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের প্রচার ।
এক বর্ণাঢ্য রোড শো এর মাধ্যমে প্রায় ৩ ঘন্টা প্রচার করেন সায়নী। জানান, ধারেকাছে আর কেউ নেই। তিনি নিজেই নিজের প্রতিপক্ষ।
কর্মীরা এতো সুন্দর রোড শো আয়োজন করেছেন দেখে তিনি মুগ্ধ। হাতে প্রচুর সময়।
জুনের ১ তারিখ ভোট। তাও সময় নষ্ট করছি না। দলনেত্রী নিজেই যেখানে সর্বক্ষণ সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছেন, সেখানে তিনি ঘরে বসে থাকবেন কেন? যুক্তি সায়নীর।
প্রায় ১০০ মহিলা এক রকম শাড়ি পরা। সঙ্গে রাধা কৃষ্ণের মথুরা বৃন্দাবন লীলা, সর্ব ধর্ম সমন্বয় সহ প্রচুর বর্ণময় প্রপস নিয়ে প্রচারে সায়নী।
বর্ণাঢ্য এই রোড শো এ যোগ দিতে দেখা গেছে একাধিক মহিলা ঢাকিকে। সঙ্গে বহু বাচ্ছাকে নানা সাজে সাজতে দেখা গেছে।
এইদিন প্রচারে জননেত্রীকে এলাকার বাচ্ছাদের সঙ্গে ফুটবল খেলতেও দেখা গেছে।