কড়া নিরাপত্তায় শনিবার খুলল সবরীমালা, কেমন ছিল প্রথম দিনের পরিস্থিতি?
টানাপোড়েন শেষ। খুলে গেল শবরীমালা মন্দির। এবার কি মন্দিরে ঢুকতে পারবেন মহিলারা? জল্পনা তুঙ্গে। ছবি- টুইটার
কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর। কিন্তু, মহিলাদের নিরাপত্তার ব্যাপারে কোনও প্রতিশ্রুতিই দেয়নি রাজ্য সরকার। ছবি- টুইটার
দেবস্থান কোনও বিক্ষোভ দেখানোর জায়গা নয়। এইটুকু বলেই দায় সেরেছে কেরালা সরকার। ছবি- টুইটার
এই পরিস্থিতিতেই আজ অন্ধ্রপ্রদেশের দুই মহিলাকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়ার অভিয়োগ উঠেছে। ছবি- টুইটার
দুদিন আগেই শবরীমালা মামলা সাত সদস্যের ডিভিশন বেঞ্চে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ছবি- টুইটার
শনিবার সকাল থেকেই মন্দির চত্বরে জমতে শুরু করেছে দর্শনার্থীদের ভিড়। ছবি- টুইটার
পাহাড় লাগোয়া নদীতে স্নান করে আয়াপ্পার কাছে আসতে শুরু করেছেন তারা। শনিবার থেকেই শুরু একচল্লিশদিনের তীর্থযাত্রা। ছবি- টুইটার