বিজেপিতে যোগ দিচ্ছেন? মুকুলের সঙ্গে সাক্ষাতের পর কী প্রতিক্রিয়া সব্যসাচীর?
অঞ্জন রায় ও কমলিকা সেনগুপ্ত: বিজেপিতে যোগ দিচ্ছেন বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত? শুক্রবার সন্ধেয় সব্যসাচীর বাড়িতে মুকুল রায়ের হঠাত্ আগমনে গুঞ্জন রাজ্যের রাজনৈতিক মহলে।
বিজেপির অন্দরে কানাঘুষো, বারাসতের বিজেপি প্রার্থী হতে পারেন বিধাননগরের মেয়র সব্যসাচী চক্রবর্তী। মুকুল রায় অবশ্য কিছুই ভাঙতে চাননি। তাঁর জবাব, এটা দাদা-ভাইয়ের সম্পর্ক।
সব্যসাচীর সঙ্গে সাক্ষাতের পর মুকুলকে চেপে ধরেন সাংবাদিকরা। বিজেপি নেতা বলেন,''আমাদের দাদা-ভাইয়ের সম্পর্ক। মাঝেমধ্যেই আসি। ওর স্ত্রী খুব ভীষণ ভাল আলুর দম করে। আজও লুচি-আলুর দম খেলাম''।
শুধুই কি লুচি-আলুরদম খেতে সব্যসাচীর বাড়িতে ছুটে গিয়েছেন মুকুল? তাও আবার নির্বাচনের আগে! কী বলছেন সব্যসাচী দত্ত? বিধাননগরের মেয়রের দাবি,''কেউ যদি বাড়িতে আসতে চান, আসতে পারেন। সকলেই স্বাগত''।
তার আগে মুকুল রায় জানান, দাদা-ভাইয়ের সম্পর্ক। সব্যসাচীর বিজেপিতে যোগদান নিয়ে নিয়ে কথাই হয়নি। সব জায়গায় রাজনীতি টেনে আনা অনুচিত।
দুজনেরই সংক্ষিপ্ত প্রতিক্রিয়া অথচ তাত্পর্যপূর্ণ। মুকুল রায় তো আর যে-কেউ নন। তিনি রাজ্যে বিজেপির লোকসভা ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা। তাঁর সঙ্গে ঘণ্টাখানেকের এমন সাক্ষাত্ যে জন্ম দিচ্ছে নানা জল্পনার। তবে তার উত্তর মিলবে ভবিষ্যতে।