গোটা দেশকে কী শিখিয়ে গেলেন উইং কমান্ডার অভিনন্দন? জানালেন সচিন

Suman Majumder Sat, 02 Mar 2019-2:25 pm,

হিরো শব্দের আক্ষরিক অর্থ বুঝিয়ে দিয়েছেন ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। গোটা দেশের মানুষ তাঁর জন্য গর্ববোধ করছে। 

শুক্রবারই ভারতের হাতে অভিনন্দনকে তুলে দেয় পাকিস্তান। ইমরান খান পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ভারতীয় উইং কমান্ডারের মুক্তির ঘোষণা করার পর থেকেই অবশ্য দেশজুড়ে উত্সবের আবহ। 

দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিনন্দনকে কুর্ণিশ জানানো হচ্ছে। ইতিমধ্যে বিরাট কোহলি, বীরেন্দ্র শেহবাগ, সানিয়া মির্জার মতো তারকারা অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন। 

তবে উইং কমান্ডার অভিনন্দন গোটা দেশের মানুষকে উইং কমান্ডার অভিনন্দন ঠিক কী শিখিয়ে গেলেন! জানালেন সচিন তেণ্ডুলকর।

সচিন লিখলেন, ''হিরো শব্দটার ব্যপ্তি চার শব্দে সীমাবদ্ধ নয়। সাহসিকতা, আত্মত্যাগ ও সহনশীলতা ঠিক কেমন হয়, আমাদের হিরো শিখিয়ে গেল। নিজের উপর বিশ্বাস রাখতে হয়। এটাও শেখাল উইং কমান্ডার।''

A hero is more than just four letters. Through his courage, selflessness and perseverance, OUR HERO teaches us to have faith in ourselves.#WelcomeHomeAbhinandan Jai Hind

— Sachin Tendulkar (@sachin_rt) March 1, 2019

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link