বর্তমান নিয়ম না পসন্দ! LBW-নিয়মের বদল চান সচিন তেন্ডুলকর
LBW-নিয়মের বদল চাইছেন সচিন তেন্ডুলকর! DRS-এ আম্পায়ারর্স কল তুলে দেওয়ার পক্ষে মাস্টার ব্লাস্টার।
কিংবদন্তি ব্যাটসম্যানের মতে, এই নিয়ম তুলে দেওয়ার কথা ভাবা উচিত আইসিসির। সম্প্রতি একটি ভিডিও চ্যাটে সচিন বুঝিয়ে দেন যে বর্তমান এলবিডব্লিউ-র নিয়ম তাঁর না পসন্দ।
মাস্টার ব্লাস্টার এর মতে বলের কত শতাংশ উইকেটে লাগল, সেটা গুরুত্বপূর্ণ নয়! ডিআরএস-এ যদি দেখা যায় যে উইকেটে লাগছে, তাহলেই আউট দেওয়া উচিত। সেক্ষেত্রে ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত যাই হোক না কেন।
এ প্রসঙ্গে সচিনের যুক্তি, প্রযুক্তি যেমন ১০০% নির্ভুল নয়, তেমনই এটাও মাথায় রাখতে হবে যে মানুষেরও ভুল হয়।