Sachin Tendulkar: একশ সেঞ্চুরির মালিকের রাজপ্রাসাদ ১০০ কোটির! দেখুন ভিতরে একবার ঢুঁ মেরে...

Wed, 22 Mar 2023-4:48 pm,

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকরের ক্রিকেট কেরিয়ার নিয়ে আর কাউকে কিছুই বলার নেই। ১০০ সেঞ্চুরির মালিকের বাড়িটিও তাঁর কেরিয়ারের মতোই চোখ ধাঁধানো। এই প্রতিবেদনে রইল সচিনের বাড়ির ভার্চুয়াল ট্যুর।

সচিনের বিলাসবহুল বাড়িটি অবস্থিত মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স ওরফে বিকেসি-তে। রুস্তমজি সিজনস কমপ্লেক্সের মধ্যেই রয়েছে এই প্রজেক্ট। 

 

সচিনের স্ত্রী অঞ্জলির নামেই এই বাড়ির রেজিস্ট্রি করা হয়েছে। ২০১৮ সালে অঞ্জলি এই বিনিয়োগ করেছিলেন। 

 

প্রাচ্য ও প্রাশ্চাত্যের মেলবন্ধনে অসাধারণ এই বাড়ি তৈরি হয়েছে। সিঙ্গাপুরের ডিজাইনার ডেভিড টে ও তাঁর সংস্থা এথোস্পেস এই বাড়ির ডিজাইন করেছে। পুল থেকে শুরু করে বাগান, পার্কিং লট সবই রয়েছে যার মধ্যে।

১৬০০ স্কোয়ার-ফিটের অ্যাপার্টমেন্টের কার্পেট এরিয়া ১৪৫৯.৩৮ স্কোয়ার-ফিট। লাইফস্টাইল গ্যালারিটি ৩,৫০০ স্কোয়ার-ফিটের। রুস্তমজি সিজনস কমপ্লেক্সের প্রতিটি লাইফস্টাইল গ্যালারিই হয় আলাদা।

 

সচিনের বাড়ির মূল্যায়ন প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link