অসমের পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনায় গেরুয়ার দাপাদাপি

Wed, 12 Dec 2018-9:59 pm,

২০১৬ সালে কংগ্রেসের কাছ থেকে অসম ছিনিয়ে নিয়েছিল বিজেপি। অসম দিয়েই উত্তর-পূর্বে অভিষেক হয়েছিল গেরুয়া শিবিরের। সেই অসমের পঞ্চায়েত নির্বাচনে ভোটপ্রবণায় দাপাদাপি গেরুয়ার। 

 

শেষখবর পাওয়া পর্যন্ত ১,৩১৯টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৭১টি আসনে। বিজেপির শরিক অসম গণ পরিষদ আলাদা লড়াই করছে। তাদের এগিয়ে ২৩০টি আসনে। 

জেলা পরিষদে ৩০টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৯টি আসনে। বিজেপির শরিক অগপ ৬টি আসনে এগিয়ে। 

আঞ্চলিক পরিষদে বিজেপি এগিয়ে ১৮৩টি আসনে। ১৩২টি আসনে এগিয়ে কংগ্রেস। অগপ এগিয়ে ১৯টি আসনে। 

পঞ্চায়েত সভাপতি নির্বাচনে ২৬৪টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৪০ আসনে। অগপ এগিয়ে ২৩টিতে।

পঞ্চায়েত  সদস্য নির্বাচনে ১,৬২৫টি আসনে এগিয়ে বিজেপি। ৯২৩টি আসনে এগিয়ে কংগ্রেস। অগপ এগিয়ে ৩৪৫টি আসনে।

৫ ও ৯ ডিসেম্বর-দুই ধাপে পঞ্চায়েতে ভোটগ্রহন হয় অসমে। ১০টি জেলায় ভোট পড়েছে ৮২ শতাংশ। বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে।          

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link