Kareena Kapoor khan: করিনা তাঁর সোশ্যাল পোস্টে `আমার পৃথিবী` লিখে কোন পুরুষকে প্রেম নিবেদন করলেন?
আদিপুরুষ মুক্তির পরেই স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে লন্ডন-ভ্রমণে গিয়েছেন সইফ আলি খান।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, করিনা এবং সইফ একটি ব্রিটিশ প্রতিষ্ঠানে গিয়েছেন। সেখানে দাঁড়িয়ে ভিকট্রি সাইনে পোজও দিয়েছেন।
করিনা তাঁর পোস্টে সইফকে অসাধারণ কিছু শব্দে বন্দিত করেছেন-- 'আমার পৃথিবী'! নতুন করে সইফকে প্রেম নিবেদন করছেন কি তিনি?
করিনার অন্য় একটি পোস্টে তৈমুরকেও সেখানে দেখা যাচ্ছে। ছোট্ট তৈমুর কৃত্রিম নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে আছে। সেখানেও করিনা একটি ক্য়াপশন লিখেছেন-- 'ওয়াও'!
কিছু দিন আগেই সইফ আলি অভিনীত 'আদিপুরুষ'কে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
করিনা 'দ্য় ক্রিউ' ছবির শুট্য়িং করছেন।