সারা কি ড্রাগের নেশা করতে ব্যস্ত? সইফ-পুত্রকে একের পর এক আক্রমণ নেট জনতার একাংশের
মাদক মামলায় সারা আলি খানের নাম জড়ানোর পর থেকেই শুরু হয়ে যায় জোর শোরগোল। রিয়া চক্রর্তীর গ্রেফতারির পরই সুশান্তের বিশেষ বান্ধবী সারার নাম করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে। এরপরই সারা আলি খানকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় এনসিবি। মাদক মামলায় সারার নাম নিয়ে শোরগোল শুরু হতেই প্রশ্নের মুখে পড়ে যায় সইফ-কন্যার কেরিয়ার। এমনই মন্তব্য করতে শুরু করেন অনেকে
মাদক মামলায় সারার নাম জড়ানোর পর এবার সইফ-পুত্র ইব্রাহিম খানকে কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়তে হয়। তবে পুরোটাই সারাকে কেন্দ্র করে। ইব্রাহিমের ছবি দেখে অনেকে সারাকে নিয়ে প্রশ্ন করতে শুরু করেন
যেখানে তাঁর সারা দিদি কি ড্রাগের নেশা করছেন বলে প্রশ্ন করা হয় ইব্রাহিমকে। শুধু তাই নয়, অনেকে আবার সারা মাদক সেবন করেননি বলেও কটাক্ষ করতে শুরু করেন সইফ-পুত্রকে দেখে
যদিও সারাকে নিয়ে আক্রমণের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি ইব্রাহিম খান। এদিকে মাদক মামলায় সারার নাম জড়ানোর পর সইফ আলি খান মেয়েকে কোনওরকম সাহায্য করবেন না বলে সরে গিয়েছেন বলে শোনা যায়। যদিও সইফ স্পষ্ট জানান, ৩ সন্তানের জন্য সব সময় তিনি রয়েছেন। সারার কিছু বিষয়ে তিনি অসন্তুষ্ট হলেও, মেয়েকে সাহায্যের জন্য তিনি সব সময় হাজির বলে স্পষ্ট জানান সইফ
প্রসঙ্গত, মাদক মামলায় সারার নাম জড়ানোর পর সইফ তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের উপর ফুঁসে ওঠেন বলে খবর প্রকাশ করা হয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে