লকডাউনে সবেতন ছুটি, পরিচারিকাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হল মাস মাইনে
কমলিকা সেনগুপ্ত: লকডাউন রাজ্য তথা গোটা দেশে। কার্যত স্তব্ধ সবকিছু। আর এই সংকটের দিনে এগিয়ে এসেছেন বহু মানুষ।
কেউ স্থানীয় মানুষদের চাল ডাল দিয়ে, কেউ বা মাস্ক স্যানিটাইজার দিয়ে সাহায্য করেছেন। সেই ছবি উঠে এসেছে আগেই। এবার ফের মানবিকতার আরেক ছবি উঠে এল।
পরিচারিকাদের বাড়িতেই পৌঁছে দেওয়া হল মাইনে। নিউটাউনের প্রায় সমস্ত আবাসনেই আসছে না কাজের মানুষ। কার্যত সবেতন ছুটি দেওয়া হয়েছে তাঁদের।
ডিএলএফ এবং আরও বেশ কয়েকটি আবাসন এই কাজের মানুষের মাসিক বেতন একসঙ্গে তুলে পুলিশকে দেয় স্থানীয়রা।
তাঁরাই টাকা পৈঁছে দিয়ে আসেন বাড়ি বাড়ি গিয়ে। জানা গিয়েছে নিউটাউন ফোরামের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়।
আজ এই সব পরিচারিকাদের বাড়ি গিয়ে পুলিস তাদের মাইনে দিয়ে আসেন। কার্যত খাতায় কলমে নিয়ম মেনেই পৌঁছে গেছে বেতন।