নতুন নিয়মের আওতায় আগামী বছর থেকে কমতে পারে বেতন

Wed, 09 Dec 2020-1:52 pm,

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরের ওয়েজ রুলের জন্য কমবে বেতন। যার প্রভাব ইতিবাচক হবে বয়সকালে। মনে করা হচ্ছে হাতে যে বেতন আসে তা থেকে কেটে নেওয়া হবে টাকা। যা যোগ হতে পারে Provident Fund এবং Gratuity-তে।

গত বছরই সংসদে ওয়েজ কোড বিল পাস করিয়েছিল কেন্দ্র। যা নতুন অর্থবর্ষে লাগু হবে। যা বেসরকারি সংস্থায় ছোট বড় সমস্ত স্তরের কর্মচারীদের বেতনের উপর প্রভাব পড়বে।   

জাতীয় স্তরের এক সংবাদ পত্রে প্রকাশিত  প্রতিবেদন অনুসারে, Provident Fund এবং Gratuity সহ অন্যান্য  ভাতা মিলিয়ে মোট বেতনের ৫০ শতাংশ হতে পারবে না। 

অর্থাৎ  ২০২১ এর এপ্রিল থেকে Gross salaryর মধ্যে Basic salary  মোট বেতনের ৫০ শতাংশ বা তার বেশি হতে হবে। 

এই নতুন পরিকাঠামো বেতনের ভোল বদল করে দেবে। এই নতুন নিয়মের বেশ কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধাও আছে। 

ওয়াকিবহাল মহলের মতে, কতটা ভাল হল তা বোঝা যাবে অবসরের পরে।  কারণ নতুন নিয়মের আওতায় গ্রেচুইটি বেড়ে যাবে। অন্যান্য যা ভাতা গুলি কমে যাবে বা বন্ধ হয়ে যাবে।  ফলে বর্তমানে আপনার হাতে টাকা থাকবে কম। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link