ছাত্রীদের ছোট পোশাক নিয়ে কটূক্তি বাবুলের, অভিযোগ সেলিমের; পাল্টা বিজেপি সাংসদের
নিজস্ব প্রতিবেদন: কেন ছোট ছোট পোশাক পরেছ? যাদবপুরের ছাত্রীদের বাবুল সুপ্রিয় এমনটাই বলেছিলেন বলে অভিযোগ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি সাংসদ।
যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ছাত্রছাত্রীদের একাংশ। তাদের দাবি, পড়ুয়াদের উদ্দেশ কুকথা বলেছেন বিজেপি সাংসদ। হাতও তুলেছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আসানসোলের সাংসদ।
এবার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন দিয়ে মহম্মদ সেলিম টুইট করেছেন,''বাবুল সুপ্রিয় মেয়েদের জিজ্ঞেস করেছেন, কেন তাঁরা স্বপ্লবসনা হয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছেন? শুধু তাই নয়, তাঁর সঙ্গে রুমে দেখা করতেও বলেছেন বাবুল। তিনি কে সেটা বুঝিয়ে দেবেন। এই ধরনের লোক বিজেপিই শুধু খুঁজে পায় কীভাবে?''
সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন বাবুল সুপ্রিয়। তাঁর টুইট, সেলিমবাবুকে ছুড়ে ফেলে দিয়েছে ওনার নিজের কেন্দ্র। ওনাকে অভিযোগ প্রমাণ করতে হবে নইলে দাম চোকাতে হবে। এই ধরনের নোংরা হেরোদের কথায় উত্তর দেব না। এটা অত্যন্ত নিম্নরুচির। আমার আইনজীবী বুঝে নেবে ব্যাপারটা।
এর আগে বাবুলের বিরুদ্ধে পড়ুয়াদের নিগ্রহের অভিযোগ ওঠায় বাবুল ফেসবুকে অভিযোগ করেন, মেয়েরা নিজেদের পোশাক নিজেরাই ছিঁড়ে একে অন্যের ঘাড়ে পড়ছিল। তারপর তারা বলতে শুরু করে, মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা তাদের নিগ্রহ করেছে।