কৈশোরে পা রাখল `বজরঙ্গি ভাইজান`-র সেই ছোট্ট `মুন্নি`
দেখতে দেখতে ১৩য় পা। 'বজরঙ্গি ভাইজান'-এর সেই ছোট্ট মুন্নি এখন কিশোরী। ৩ জুন, বৃহস্পতিবার ছিল হর্ষালি মালহোত্রার জন্মদিন।
১৩ বছরের জন্মদিন সেলিব্রেশনের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী হর্ষালি মালহোত্রা।
হর্ষালির জন্মদিন উপলক্ষে তার গোটা বাড়ি বেলুন সহ বিভিন্ন কিছু দিয়ে সাজিয়ে তোলা হয়। বাড়িতেই কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেন হর্ষালি।
জন্মদিন সেলিব্রেশনের ছবি ও ভিডিয়ো পোস্ট পর্দার মুন্নি লিখেছেন, ''It’s my birthday ... yippppeeee Officially teenager now ....''
২০১৫ সালে মুক্তি পাওয়া 'বজরঙ্গি ভাইজান' ছবিতে সলমন খানের সঙ্গে 'মুন্নি'র ভূমিকায় অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন হর্ষালি।
'বজরঙ্গি ভাইজান' ছবিতে অভিনয় করে বেশকিছু পুরস্কারও জিতে নেন হর্ষালি মালহোত্রা। প্রসঙ্গত, হর্ষালি ব্যক্তিগত জীবনেও সলমন খানের ভক্ত। এর আগে তিনি সলমনের মতোই সুপারস্টার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।