গুরমিত সিং জলি থেকে শেরা, সলমনের নিরাপত্তা রক্ষীর সম্পর্কে এই তথ্যগুলি জানেন!
গুরমিত সিং জলি ওরফে শেরাকে সলমন খানের নিরাপত্তা রক্ষী না বলে সব সময়ের সঙ্গী বললে কোনও অত্যুক্তি হয় না। গত ২৫ বছর ধরে শেরা-বিহীন সলমনকে কোথাও দেখা যায়নি। এমনকী, কৃষ্ণসার মামলায় সলমনের সঙ্গে রাজস্থানেও সব সময় দেখা যায় শেরাকে। সলমনের সেই নিরাপত্তা রক্ষী শেরার সম্পর্কে বেশ কিছু তথ্য রয়েছে, যা শুনতে চমকে উঠবেন
রিপোর্টে প্রকাশ, ১৯৯৫ সালে শেরার সঙ্গে প্রথম পরিচয় হয় সলমন খানের। এরপর পঞ্জাবের চণ্ডীগড়ে একটি অনুষ্ঠানে হাজির হলে, ভক্তরা ঘিরে ধরেন সলমনকে। ওই সময় শেরাকে দেখতে পান সোহেল খান। সোহেলই প্রথম সলমনের নিরাপত্তা রক্ষীর চাকরি দিয়ে শেরাকে প্রস্তাব দেন। এমনকী, ভাইয়ের সঙ্গে সব সময় শেরা থাকতে পারবেন কি না বলেও জিজ্ঞেস করেন সোহেল। যার উত্তরে সলমনের নিরাপত্তা রক্ষীর চাকরিতে রাজি হয়ে যান শেরা। এরপর থেকে শেরা-বিহীন সলমনকে কখনও চোখে পড়েনি
জানা যায়, প্রতিযেক মাসে ১৫ লক্ষ করে শেরাকে বেতন দেন সলমন খান। অর্থাত বছরে কোটির উপর রোজগার করেন শেরা। সলমনের জন্য প্রাণ দিতেও প্রস্তুত গুরমিত সিং জলি ওরফে শেরা। তাঁর নিজের একটি সংস্থা রয়েছে। যেখান থেকে বলিউডসহ হাই প্রোফাইলদের নিরাপত্তার জন্য লোক পাঠানো হয় অর্থের বিনিময়ে
সলমনের পাশাপাশি ভারতে আসা যে কোনও বড় সেলেবের নিরাপত্তা দিতেও যান শেরা। সম্প্রতি মুম্বইতে শোয়ের জন্য হাজির হন হলিউডের জনপ্রিয় গায়ক জাস্টিন বিবার। তাঁর সঙ্গেও দেখা যায় শেরাকে। তবে সলমনই যে তাঁর সবকিছু, তা বার বার প্রমাণ করেছেন শেরা। সলমনকে নিরাপত্তা দিতে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ান তিনি। ফলে জেলের চক্করও কাটতে হয়েছে তাঁকে।
জানা যায়, বেতনের পাশাপাশি শেরার খাওয়াদাওয়া থেকে শুরু করে দেশ, বিদেশে ঘোরা, পোশাক সবকিছুর দায়িত্বই বহন করেন সলমন খান। শুধু তাই য়, সলমন-করিনা অভিনিত বডিগার্ড ছবি তৈরির পর তা শেরাকে উতসর্গ করেন তাঁর 'ভাইজান'