প্রতিবেশী দেশের ক্রিকেট লিগে দল কিনলেন সলমনের পরিবার, দলে আছেন ক্রিস গেইল
বলিউড বাদশা শাহরুখ খানের পথেই এবার হাঁটলেন বলিউডের ভাইজান সলমন খান। সরাসরি না হলেও ক্রিকেটের সঙ্গে গাঁটছড়া বাঁধল সলমন খানের পরিবার।
লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনেছে সলমনের পরিবার। ভাইজানের ছোট ভাই সোহেল খান এবং বাবা সেলিম খান মিলে লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনে ফেলেছে।
ক্যান্ডি টাস্কার্স ফ্র্যাঞ্চাইজির মালিক সলমনের পরিবার।
জানা গিয়েছে, ২১ নভেম্বর থেকে শুরু হবে এবারের শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। অংশ নেবে মোট পাঁচটি দল।
সোহেল খান-সেলিম খানদের দলে তারকা ক্রিকেটার হিসেবে রয়েছেন ক্যারিবিয়ান টি-টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিস গেইল।