Hum Dil De Chuke Sanam-র ২২ এ পা, দেখুন শ্যুটিং সেটের অদেখা মুহূর্ত
দেখতে দেখতে ২২ বছর পার করল পরিচালক সঞ্জয়লীলা বনশালির 'হম দিল দে চুকে সনম'। 'হম দিল দে চুকে সনম'-এর মুক্তির ২২ বছর পূর্তিতে শ্যুটিং সেটের এই ছবিটি শেয়ার করেছেন সলমন।
'হম দিল দে চুকে সনম' মুক্তি পেয়েছিল ১৯৯৯-এর ১৮ জুন। ঐশ্বর্য রাই, সলমন খান, অজয় দেবগন অভিনীত এই ত্রিকোণ প্রেমের বলিউডের অন্যতম চর্চিত ছবি।
'হম দিল দে চুকে সনম' ছবির শ্যুটিং সেটের বেশকিছু অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ছবির শ্যুটিং-এর সময় সলমন-ঐশ্বর্যর প্রেম ছিল বি-টাউনের অন্যতম চর্চিত বিষয়।
ছবিতে ভনরাজ-এর চরিত্র অজন দেবগন, নন্দিনীর ভূমিকার ঐশ্বর্য আর সমীরের ভূমিকায় দেখা গিয়েছিল সলমন খানকে।
'হম দিল দে চুকে সনম'-এর ২২ বছর পূর্তিতে সেটের ছবি শেয়ার করে অজয় দেবগন লিখেছেন, ''সঞ্জয়, সলমন, , অ্যাশ ও আমি জানতাম যে এটি ভীষণই সংবেদনশীল একটা ছবি তৈরি হতে চলেছে। তবে কখনও ভাবিনি এই ছবিটা ইতিহাস তৈরি করবে।''
'হম দিল দে চুকে সনম' ছবির মতোই সুপার হিট হয় ছবির গানগুলি। অজয়, সলমনের পাশাপাশি ছবির সেটের অদেখা কিছু ছবি পোস্ট করেছেন ঐশ্বর্যও।
মৈত্রেয়ী দেবীর লেখা 'ন হন্যতে' অবলম্বনে সঞ্জয়লীলা বনশালি 'হম দিল দে চুকে সনম' ছবিটি বানিয়েছেন বলেই অনেকে দাবি করেছিলেন, যদিও ছবির নির্মাতারা একথা স্বীকার করেননি।